রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর-দোকান

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩টি বসতঘর এবং ৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের সেগুনবাগান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই মোমিন উদ্দিনের সেমিপাকা দোকান, জসিম উদ্দিনের সেমিপাকা দোকান, মো. ইউসুফের একটি দোকান ও একটি বসতঘর এবং দিদারুল আলমের মালিকানাধীন দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -islamibank

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ৬টি বসতঘর ও দোকান পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM