ওয়াশিংটন প্রাইমারিতে ট্রাম্পকে প্রথমবার হারালেন নিকি হ্যালি

ভিনদেশ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রাইমারিতে প্রথমবারের মতো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়েছেন নিকি হ্যালি

- Advertisement -

এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকি হ্যালিই প্রথম নারী, যিনি রিপাবলিকান পার্টির কোনো প্রাইমারিতে জয়ী হয়েছেন।

- Advertisement -google news follower

নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনায়ও ট্রাম্পের কাছে হেরেছেন। তবে ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন নিকি হ্যালি। সূত্র: বিবিসি

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও মাঠ ছাড়তে রাজি নন নিকি হ্যালি।

- Advertisement -islamibank

তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কোনো কারণে কেলেঙ্কারিতে জর্জরিত ট্রাম্প যদি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন, তাহলে একমাত্র বিকল্প হিসেবে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি।

কেউ কেউ আবার বলছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করছেন নিকি হ্যালি।

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হতে পারেন ট্রাম্প।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM