চন্দনাইশে ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের চন্দনাইশে মাদ্রাসা পড়ুয়া ১১ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা আবদুর রশিদ (২২)কে গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

আজ রবিবার সকালে ভিকটিমের পিতা মো.ইয়াছিন বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ওই শিক্ষককে আটক করে পুলিশ।।

- Advertisement -google news follower

গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা আবদুর রশিদ বাঁশখালি থানা সরল ইউনিয়নের আবুল বশরের ছেলে বলে জানা গেছে। সে ৮নম্বর হাশিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আর-রাহমাহ ইসলামিক একাডেমির শিক্ষক।

এ ব্যাপারে শিশুর ভিকটিমের পিতা মো.ইয়াছিন জানান, ‘আমার ছেলে সৈয়দাবাদ আর-রাহমাহ ইসলামিক একাডেমির হেফজ বিভাগে পড়াশোনা করে।

- Advertisement -islamibank

গত বৃহস্পতিবার মাদ্রাসার শিক্ষক আবদুর রশিদ তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে গতরাতে আমার ছেলে বাড়িতে গিয়ে তার মাকে এইসব কথা খুলে বলে। এরপর চন্দনাইশ থানায় মামলা দায়ের করি।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রশিদ ঘটনার বিষয়টি শিকার করায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM