অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো স্বাগতিক নিউজিল্যান্ড

খেলাধুলা ডেস্ক :

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বড় এক ধাক্কা খেল নিউজিল্যান্ড। ঘরের মাঠে তারা তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হলো অস্ট্রেলিয়ার কাছে।

- Advertisement -

অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৭ রানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে ম্যাথু ওয়েডের দল।

- Advertisement -google news follower

বৃষ্টির কারণে ম্যাচটি আদতে পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসে বারকয়েক হানা দেয় বৃষ্টি।

শেষ পর্যন্ত ১০.৪ ওভারে অসিরা ৪ উইকেটে ১১৮ রান তুললে ইনিংস সমাপ্তি ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ৩০ বলে ৩৩, ম্যাথু শর্ট ১১ বলে ২৭ আর গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলেই খেলেন ২০ রানের ইনিংস।

- Advertisement -islamibank

১০ ওভারে নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। এত বড় লক্ষ্য তাড়া করে আর জিততে পারেনি কিউইরা। ৩ উইকেটে ৯৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। গ্লেন ফিলিপস ২৪ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM