কক্সবাজারে ফার্নিচার মার্কেটে আগুন/পুড়ে ছাই ৫ দোকান

কক্সবাজারের ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারের একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে ৫টি ফার্নিচারের দোকান।

- Advertisement -

রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।

- Advertisement -google news follower

ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক জানান, সকালে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে।

এসময় বাতাস থাকার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিচার দোকান, একটি সেলুন সম্পূর্ণ পুড়ে যায়। ধারণা করা হচ্ছে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -islamibank

রামু দমকল বাহিনীর টিম লিডার মো হাসান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে বলে জানান তিনি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM