বোয়ালখালীতে ৫ ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ীকে ৭৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনা করায় এ জরিমানা করা হয়।

- Advertisement -

শনিবার (২২ জুলাই) পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

- Advertisement -google news follower

তিনি জানান, মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করায় বোয়ালখালী পৌরসভার মুজাহিদ চৌধুরী পাড়ার মো.আজিমকে ৩০হাজার টাকা, মুরাদ মুন্সি হাটের আবছার উদ্দিনকে ২৫ হাজার টাকা, উপজেলা সদরের তুলাতলে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলমকে ৮হাজার টাকা, নজরুল ইসলামকে ১০হাজার টাকা এবং মোহাম্মদ ইকবালকে ১হাজার জরিমানা করা হয়েছে।

জরিমানার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করেন আদালত।

- Advertisement -islamibank

জেএন/পূজন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM