ফটিকছড়িতে আ.লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ কামাল হত্যা মামলা থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ বাকের ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল মান্নানের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া রাশেদের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিও জানানো হয়।

- Advertisement -

বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভা থেকে এ দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম সিকদার।

- Advertisement -google news follower

এদিকে সৈয়দ বাকের ও সৈয়দ আবদুল মান্নানের নাম মামলা থেকে প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের মুক্তি এবং রাশেদ কামাল হত্যার বিচার, বাগানবাজার ইউনিয়নে সংগঠিত ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহাদাত হোসেন সাজুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।

সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম সোলায়মান বিকম, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম তালুকদার, দিদারুল বশর চৌধুরী, আবদুল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বপন, আমান উল্লাহ লিটন, সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, দপ্তর সম্পাদক এম শামসুদ্দিনসহ উপজেলার নেতৃবৃন্দ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM