পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দেশজুড়ে ডেস্ক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে আবুল কালাম ডাকু (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

- Advertisement -

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার অপির উদ্দিনের ছেলে।

- Advertisement -google news follower

বিজিবি ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে ডাকুসহ কয়েক বাংলাদেশি ভারতীয়দের সহযোগিতায় গরু আনতে সীমান্তে যায়।

এ সময় বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ টহল দলের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয় ডাকু। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে।

- Advertisement -islamibank

হাসপাতালে নেওয়ার পথে আবুল কালাম আজাদ ডাকু মারা যায় জানিয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সাঈদ দুপুরে বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহতের লাশ লালমনিরহাটে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাটগ্রামের ঝালাংগী বিজিবি কাম্পের ইনচার্জ নায়েব সুবেদার নুরুল আমিন জানান, বাংলাদেশিকে হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকে বসতে বিএসএফকে আহ্বান জানানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM