রাইফার মৃত্যু : চার চিকিৎসকের জামিন বহাল

সাংবাদিককন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় নিম্ন আদালতে জামিন পেয়েছেন অভিযুক্ত চার চিকিৎসক।

- Advertisement -

সোমবার (২৭ আগস্ট) চট্টগ্রামের ভারপ্রাপ্ত মুখ্য মহানগর হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত অভিযুক্ত চার চিকিৎসকের জামিন মঞ্জুর করেন।

- Advertisement -google news follower

আড়াই বছর বয়সী রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়। ২৯ জুন রাতে তার মৃত্যু হয়।

দণ্ডবিধির ৩০৪-এ, ২০১, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ এনে ২০ জুলাই চার চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন সাংবাদিক রুবেল খান। অভিযুক্তরা হলেন ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের এমডি ডা. লিয়াকত আলী।

- Advertisement -islamibank

চকবাজার থানায় হত্যা মামলা দায়েরের পর গত ৩০ জুলাই উচ্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন অভিযুক্ত চারজন। সেদিন তাদেরকে চার সপ্তাহের জামিন দেয়া হয়।

জামিনের মেয়াদ শেষে ২৭ আগস্ট শুনানির পর আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে জামিন দিয়েছেন বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

জয়নিউজ/এফএম/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM