চট্টগ্রামে জাহাজ থেকে পড়ে নিখোঁজ বিদেশি নাবিকের লাশ মিলেছে

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুদিন পর মালয়েশীয় নাবিকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

- Advertisement -

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড থেকে বলা হয়, আজ শুক্রবার বিকেল চারটার দিকে বন্দরের বহির্নোঙর থেকে কিছুটা দূরে ভাসমান অবস্থায় থাকা ওই নাবিকের লাশ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার বিএন সুয়াইব বিকাশ জানান, মালয়েশিয়ান পতাকাবাহী এমটিটি সাপানগারে কর্মরত নাবিক মুহাম্মদ ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১) বুধবার (৮ মে) সকালে জাহাজের ডেকের উপর কাজ করার সময় দুর্ঘটনাবশত সাগরে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে তাকে উদ্ধার করতে কোস্ট গার্ড তাৎক্ষণিক অভিযানে নামে। কিন্তু সমুদ্র উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হয়েছিল।

- Advertisement -islamibank

আজ বিকেল ৪টার দিকে কোস্টগার্ড ওই নাবিকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM