তীব্র গরমেও উত্তাপ ছড়াচ্ছে সবজি-মাছ-মাংসের দামে

অর্থনীতি ডেস্ক :

চলমান তাপপ্রবাহের প্রভাবে রীতিমতো উত্তাপ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের বিভিন্ন কাঁচা বাজারেও। বেশ কিছু নিত্য পণ্যের দাম উদ্ধগতিতে। সরবরাহ কম অজুহাতে সপ্তাহ না ঘুরতেই বেশকিছু সবজির দাম বাড়িয়ে বিক্রি করছে ।

- Advertisement -

এছাড়াও ঈদের পর হুট করে বেড়ে যাওয়া মুরগির দামও বেড়েছে আবার নতুন করে। একই চিত্র গরু-খাসিতেও। মাছের বাজারেও যেন আগুন লেগেছে।

- Advertisement -google news follower

রমজানের শুরুতে বেড়ে গেলেও শেষের দিকে কিছুটা কমেছিল বিভিন্ন প্রকার মুরগির মাংসের দাম। তবে ঈদের পর ধাপে ধাপে বেড়ে ৩২০ টাকার সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ টাকা কেজিতে। কেজিতে ১০ টাকা বেড়েছে গরু ও খাসির মাংসের দামও।

এদিকে, কিছু সবজির দাম অপরিবর্তিত থাকলেও তাপপ্রবাহের দায়ে কিছুটা বেড়েছে কাঁচা মরিচ, শসা, লেবু, পিয়াজ ও আলুর দাম।

- Advertisement -islamibank

নতুন চাল, বিআর ২৮ ও মিনিকেট বাজারে আসলেও দামে তেমন প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন, গেল বছরের তুলনায় চালের দাম বেশি। দাম বাড়ার তালিকায় যোগ হয়েছে মসলার নামও।

গেল সপ্তাহে বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে। তবে আগের তেলও বিক্রি হচ্ছে নতুন দামে। বেশকিছু পণ্যের বিনা কারণে দাম বাড়ায় বাজারে তদারকির অভাবকেই দায়ী করছেন ক্রেতারা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM