দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো, সঙ্গে আর্থিক জরিমানা

অনলাইন ডেস্ক

নিজের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে ব্যাপক আলোচনায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কয়দিন আগেই টানা দুইটি হ্যাটট্রিক করেছেন তিনি। সৌদি লিগে একের পর এক গোল করে রীতিমতো উড়ছিলেন তিনি।

- Advertisement -

এমন সময় জোড়া দুঃসংবাদ হজম করতে হয়েছে রোনালদোকে। সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে অশোভনমূলক আচরণে অভিযোগ এনে ম্যাচ রিপোর্ট জমা দেন রেফারি। সেই অভিযোগের ভিত্তিতে দুই ম্যাচে নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে।

- Advertisement -google news follower

সৌদি সুপার কাপের সেমিফাইনালে মেজাজ ধরে রাখতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষের ফুটবলারকে আঘাত করে লাল কার্ড খেয়ে বসেন তিনি। এতেই ২০১৮ সালের পর প্রথমবার লালকার্ড দেখতে হলো রোনালদোকে। সিদ্ধান্ত মানতে না পেরে মুষ্টি পাকিয়ে ঘুষি মারার ভঙ্গিতে রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন আল নাসর তারকা। এরপর রেফারিকে কটাক্ষ করে আর্মব্যান্ড খুলে বেরিয়ে যান মাঠ থেকে। এমন আচারণের কারণে ম্যাচের রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি ম্যাচ প্রতিবেদনে গুরুতর অভিযোগ এনেছেন পর্তুগিজ তারকার ওপর।

এর আগে গ্যালারিতে মেসির নাম ধরে শ্লোগান দেওয়ায় দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গী করে শাস্তির মুখে পড়েছিলেন রোনালদো। সেবার নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হয়েছিল বড় জরিমানা। নির্বাসন কাটিয়ে ফেরার কয়েক সপ্তাহের মধ্যে আরও একবার শাস্তি পেলেন সিআর সেভেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM