শেষ দিনে স্বস্তির রেলযাত্রা

দেশজুড়ে ডেস্ক :

ঈদযাত্রার শেষ দিন আজ বুধবার (১০ এপ্রিল)। এ দিন সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে।

- Advertisement -

স্বস্তিতেই ঘরে ফিরছে মানুষ। এ দিন যাত্রীর চাপ তেমন চোখে পড়েনি। যদিও ঈদকে ঘিরে বিগত কয়েকদিন যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল কমলাপুরে।

- Advertisement -google news follower

চট্টগ্রামসহ বেশি দূরত্বের চাপ আজ কম থাকলেও কাছাকাছি যাত্রীর সংখ্যা ছিল বেশি। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বাড়ি যাওয়া নিয়ে দ্বিধায় থাকা অনেকে ঈদ যাত্রা একদিন বাড়ায়, প্রিয়জনের কাছে ফিরছেন অনেকে।

এবার ট্রেনে তেমন শিডিউল বিপর্যয় নেই। সময়মতো স্টেশন ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। প্রতিবছর ঈদ যাত্রায় নানা ভোগান্তির অভিযোগ থাকলেও এ বছর যাত্রীদের সেরকম অভিযোগ নেই।

- Advertisement -islamibank

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘ট্রেনের কোনো সিডিউল বিপর্যয় নেই। প্রতিটি ট্রেন তার নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী স্টেশন ত্যাগ করছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM