মির্জাখীল দরবার শরিফে ঈদের জামাত কাল ১০ টায়

অনলাইন ডেস্ক

প্রতিবারের মতো এবারও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের পটিয়াসহ কিছু স্থানে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আগামীকাল বুধবার (১০ এপ্রিল) সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের মুরিদরা দেশের এক দিন আগে ঈদ উদযাপন করবেন। তারা এক দিন আগে রোজা পালনও শুরু করেছিলেন।

- Advertisement -

জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদরা দরবার শরিফে আসছেন।

- Advertisement -google news follower

তাঁরা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় মির্জাখীল দরবার শরীফের মাঠে ঈদের নামাজ আদায় করবেন। দরবার শরিফের পীর মাওলানা মোহাম্মদ আরেফুল হাইয়ের বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করবেন।

দরবার শরিফের মাওলানা আবদুর রহমান বলেন, আমরা সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি। সেই অনুযায়ী রোজা, ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি।

- Advertisement -islamibank

এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল সকাল ১০টায় দরবার শরিফ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান নামাজের ইমামতি করেন ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

তিনি আরো বলেন, প্রায় দুই শ বছরের বেশি সময় ধরে মির্জাখীল দরবার শরীফের মুরিদরা আরব দেশের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা পালন ও ঈদ উদযাপন করেন। যেসব এলাকায় দরবার শরিফের মুরিদ বেশি রয়েছে, তারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

আর যেখানে দরবার শরিফের ভক্ত কম, তারা বুধবার সকালে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফে এসে ঈদের নামাজ আদায় করবেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM