তানজানিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হুজাইফা

অনলাইন ডেস্ক

তানজানিয়ার দারুসসালামে অনুষ্ঠিত ‘তানজানিয়া ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ হুজাইফা (১০)। গতকাল রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন হুজাইফা।

- Advertisement -

প্রতিযোগিতায় ৩০-এর অধিক দেশ অংশগ্রহণ করে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে ইন্দোনেশিয়া ও ইয়েমেন।

- Advertisement -google news follower

হুজাইফার বাড়ি উত্তরবঙ্গের রংপুরের গঙ্গাচড়ার ২ নম্বর ওয়ার্ডে। এই প্রথম উত্তরবঙ্গ থেকে একজন প্রতিনিধি আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কার লাভ করল।

পুরস্কার হিসেবে হুজাইফা পেয়েছে পাঁচ হাজার ডলার।

- Advertisement -islamibank

হাফেজ হুজাইফা যাত্রাবাড়ীর হাফেজ ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।

পুরস্কার নিয়ে ৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM