টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, রেল‌ যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। এতে ঢাকার সঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

- Advertisement -

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নের মাস্টার (বু‌কিং) রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত ক‌রে‌ছেন।

- Advertisement -google news follower

ট্রেনের এক ব‌গির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়েছে বলে জানান তারা।

ওসি আলমগীর আশরাফ ব‌লেন, ‘পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি যাত্রাবিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। চাকায় ত্রুটির কারণে ট্রেন লাইনচ‌্যুতের ঘটনা ঘটেছে।

- Advertisement -islamibank

কখন এ পথে ট্রেন পুনরায় চালু হবে জানতে চাইলে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করবে। তারপরই পুনরায় ট্রেন চালু হবে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM