চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

- Advertisement -

পূর্ব-ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে সোহরাওয়ার্দী ও শাহ আমানত হলের সামনে বিজয় এবং সিক্সটি নাইন উপগ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

- Advertisement -google news follower

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জীববিজ্ঞান অনুষদের সামনে বিজয় উপগ্রুপের একজনকে সিক্সটি নাইন উপগ্রুপের কিছু কর্মী মারধর করে। পূর্ব ঘটনার জের ধরেই বুধবার রাতে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। রাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী মোড়ে এবং সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়।

- Advertisement -islamibank

পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার এক পর্যায়ে উভয়পক্ষের ছাত্রলীগ নেতাকর্মীদেরকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়।

শাখা ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের একাংশের নেতা সাখাওয়াত হোসাইন বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রাশেদকে পূর্বের ঘটনার জের ধরে আজকের এক পিঠা উৎসবে তারা মারধর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. নুরুল আজিম সিকদার বলেন, দুই গ্রুপের মাঝে তুচ্ছ বিষয়ে এ ঘটনার সূত্রপাত।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে পুলিশের সহায়তায় পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছি।

চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এখানে ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল তাদের চমেকে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM