এসএসসির প্রথম দিনে চট্টগ্রামে অনুপস্থিত ৮০৯ পরীক্ষার্থী

শিক্ষা ডেস্ক :

চট্টগ্রামসহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এবার ১ লাখ ২৫ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় প্রথম দিনের পরীক্ষা। প্রথমদিনে পরীক্ষা চলাকালে চট্টগ্রামের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে প্রথমদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮০৯ জন পরীক্ষার্থী। উপস্থিত ছিল ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।

- Advertisement -google news follower

এদিন বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, এ শিক্ষাবোর্ডের অধীনে ৫টি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ২১৯টি কেন্দ্রে ১ লাখ ২৫ হাজার ১৪৭ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ২৪ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী।

- Advertisement -islamibank

মোট উপস্থিতির হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ। অনুপস্থিত ছিল ৮০৯ জন। মোট অনুপস্থিতির হার শূন্য দশমিক ৬৫ শতাংশ।

এরমধ্যে চট্টগ্রাম জেলার ১২৮টি কেন্দ্রে ৮৮ হাজার ৫৬২ জনের মধ্যে উপস্থিত ছিল ৮৮ হাজার ৪৩ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৫১৯ জন।

কক্সবাজার জেলার ৩১টি কেন্দ্রে ১৮ হাজার ৯৪৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১৮ হাজার ৮০২ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ১৪৬ জন।

রাঙ্গামাটি জেলার ২১টি কেন্দ্রে ৬ হাজার ১৯৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪০ জন।

খাগড়াছড়ি জেলার ২৪টি কেন্দ্রে ৭ হাজার ৩১১ জনের মধ্যে উপস্থিত ছিল ৭ হাজার ২৪৩ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৬৮ জন।

বান্দরবান জেলার ১৫টি কেন্দ্রে ৪ হাজার ১৩০ জনের মধ্যে উপস্থিত ছিল ৪ হাজার ৯৪ জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৩৬ জন।

অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা নকলের ব্যাপারে যথারীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM