প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ পুন:নিযুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও একুশে পদক বিজয়ী চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ চুক্তিভিত্তিক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন।

- Advertisement -

রোববার এ বিষয়ে একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -google news follower

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তিনি অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সাথে কর্ম সম্পর্ক ত্যাগ করার শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে এই পদে বহাল থাকবেন।

ডা. এবিএম আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক হিসেবে দায়িত্ব শেষ করেছেন।

- Advertisement -islamibank

এর আগে তিনি বিএসএমএমইউর মেডিসিন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মেডিসিন অনুষদের ৩ বার ডিন নির্বাচিত হয়েছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM