শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ইবাদত: আ জ ম নাছির

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, তীব্র শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। জীবন-জীবিকার তাগিদে শীতের তীব্রতা উপেক্ষা করে কর্মজীবীদেরকে পথে নামতে হচ্ছে।

- Advertisement -

এমন অবস্থায় সরকার শীতার্ত মানুষের সহযোগিতায় নানা উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এই উদ্যোগের সাথে সহায়ক শক্তি হয়ে নানা সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ বাস্তবায়ন করছে।

- Advertisement -google news follower

তিনি বলেন, এই কাজ পরম ইবাদতের কাজ। এমন কাজের মাধ্যমের আল্লাহতালার নৈকট্য লাভ করা যায়।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম আইন কলেজ মাঠে শীতার্ত সহস্রাধিক হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরনকালে আ জ ম নাছির এসব কথা বলেন।

- Advertisement -islamibank

টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো বাদশা।

সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাশেদ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইকবাল হাসান।

এছাড়াও জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মুহাম্মদ এয়াকুব, যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, উজ্জ্বল বিশ্বাস, হারুনুর রশিদ রনি, মো. বখতেয়ার, কামাল উদ্দীন চৌধুরী, নুরুল আলম লেদু, টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী, নবাব মিয়া, জিয়াউদ্দিন, মো মিজান, মো আমীর, অরুন বাবু, মামুন, আলী হোসেন, আবু তাহেরসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM