সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

- Advertisement -

বুধবার (১৭ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -google news follower

আটক পাচারকারীর নাম রিমন হোসেন। সে একই উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে চোরাকারবারিরা মাটিলা সীমান্ত দিয়ে স্বর্ণের বার নিয়ে পাচারের উদ্দেশে ভারতে যাচ্ছে।

- Advertisement -islamibank

এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবি-৭ সদস্যের একটি টহল দল ওঁত পেতে থাকে।

পাচারকারীরা সীমান্ত এলাকায় পৌঁছালে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি।

পরে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৪ কেজি ৬৬৫ দশমিক ৫৪ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্য ৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৪৭১ টাকা।

আটক রিমনের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার স্বর্ণের বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM