কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দুজনকে অর্থদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (১৩ জানুয়ারি) গোপন তথ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

- Advertisement -google news follower

তিনি জানান, কৃষি জমির টপ সয়েল কাটার সময় হাতেনাতে আটক সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রূপকানিয়া এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম (৩৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

তাছাড়া মাটি পরিবহনের কাজে রেজিস্ট্রেশন বিহীন ড্যাম্পার ট্রাক ব্যবহার করায় উপজেলার মৈশামুড়া এলাকার আহমদ সফির ছেলে মো.আরমান (২৩) কে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -islamibank

সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM