ফরিদপুরের পথে শেখ হাসিনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনি জনসভায় অংশ নিতে ছয় বছর নয় মাস ২ দিন পর আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ৩টায় শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। নির্বাচনী জনসভায় যোগ দিতে ফরিদপুরের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -google news follower

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। কলেজের মাঠের পূর্বপাশে অস্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। ফরিদপুর শহরে বিরাজ করছে সাজসাজ রব।

- Advertisement -islamibank

ফরিদপুর আওয়ামী লীগ নানা প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে দলটির সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা করেছে। জেলার বিভিন্ন জেলা-উপজেলায় মাইকে আওয়ামী লীগের উন্নয়নের প্রচার করা হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে বসানো হয়েছে তোরণ। ব্যানার-ফেস্টুনে পাল্টে গেছে জেলার চিত্র।

সর্বশেষ গত ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে তিনি এই রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। দীর্ঘ ছয় বছর নয় মাস ২ দিন পর মঙ্গলবার ফরিদপুর শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM