মিরসরাইয়ে নতুন বই পেল ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী

চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন বছরের প্রথম দিনে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী পেলো নতুন বই। সোমবার (১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বই বিতরণের কার্যক্রম অনুৃষ্ঠিত হয়।

- Advertisement -

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হুমায়ন কবির চৌধুরীরে সঞ্চালনায় উপস্থিত ছিলেন মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, ২০২৪ সালে এই উপজেলায় ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থীকে বই বিতরণ করা হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে ৬৬ হাজার ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫১ হাজার শিক্ষার্থীকে এই বই বিনামূল্যহে বিতরণ করা হচ্ছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM