একবছরে ৫৭৩ নারী ধর্ষণের শিকার: আসক

২০২৩ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭৩ নারী। এ কারণে আত্মহত্যা করেছেন তিন নারী। ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন ১২৯ জন। ধর্ষণের চেষ্টার পর হত্যা করা হয় তিন জনকে। এ তথ্য আইন ও সালিশ কেন্দ্রের (আসক)।

- Advertisement -

রোববার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল এসব তথ্য তুলে ধরেন।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে যৌন হয়রানি ও উত্যক্তকরণের শিকার হয়েছেন কমপক্ষে ১৪২ জন নারী।

এছাড়াও এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ১২২ জন পুরুষ। আর প্রতিবাদ করতে গিয়ে ৪ জন নারী ও ৪ জন পুরুষ খুন হয়েছেন।

- Advertisement -islamibank

এছাড়াও সংবাদ প্রকাশের জের ধরে বাংলানিউজ২৪.কমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যা করা হয়।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত তথ্যে এ বিষয়ে প্রতিবেদন তৈরি করে সংস্থাটি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM