রাজনৈতিক কর্মসূচিতে মশাল ব্যবহার করা যাবে না

সভা-সমাবেশ, শোভাযাত্রা ও মিছিলসহ সব রাজনৈতিক কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

- Advertisement -

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক বার্তায় এই তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

এতে বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র‌্যালি, মিছিল, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনও প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।

এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। বিকেল থেকে রাজধানীসহ সারাদেশের প্রার্থীরা জনসংযোগ আরম্ভ করেছেন। এসময়ে বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে র‌্যালি, শোভাযাত্রা, মিছিলও হয়েছে।

- Advertisement -islamibank

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকায় বিজয় র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর আগে র‌্যালি, নির্বাচনী প্রচারণা এবং যেকোনও ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীটি জানিয়েছে, মিছিল থেকে মশালের মাধ্যমে যাতে কেউ সহিংসতা সৃষ্টি কিংবা নাশকতা করতে না পারে, সেজন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM