পাঁচ মাস পর ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখল দেশ

সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দীর্ঘ ৫ মাস পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখল দেশ।

- Advertisement -

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৯ জন। তার মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ জন। এ ছাড়া ঢাকার বাইরের ১২৮ জন।

- Advertisement -google news follower

শনিবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকার হাসপাতালে ৭১০ জন এবং ঢাকার বাইরে ৯৬৮ রোগী ভর্তি

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এ বছর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ২ লাখ ৯ হাজার ৫৩৪ রোগী।

- Advertisement -islamibank

আর ঢাকায় চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৪৯ জন। চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৬৭৮ জনের মৃত্যু হয়েছে।

এ বছর ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে গত জুনে। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাইয়ে প্রাণ হারান ২০৪ জন। আগস্টে মৃত্যু হয় ৩৪২ জনের। সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৯৬ এবং নভেম্বরে ২৭৪ জন মারা যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM