চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (অস্থায়ী) চত্বরে স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

- Advertisement -

চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে এ আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

সংগঠনের মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন চবির ডিন কমিটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল।

- Advertisement -islamibank

বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ-সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদকম-লীর সদস্য আবদুল মালেক খান প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০টা ৩০ মিনিট থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিগুলো সফলে মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে আজ বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় নেতাকর্মীসহ সবাইকে উপস্থিত থাকার জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

মহানগর বিএনপি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকাল ৩টায় কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

এতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

জেএন/হিমেল/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM