দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক :

ঘরের মাঠে সিরিজের প্রথমটির মতোই দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। এবারও আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

- Advertisement -

এ ম্যাচেও দুই পেসার ও এক স্পিনারের সঙ্গে একজন করে পেস ও স্পিন অলরাউন্ডার নিয়ে নামছে স্বাগতিকরা।

- Advertisement -google news follower

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, জাকের আলি, মোহাম্মদ সাইফ উদ্দিন।

সিরিজের প্রথম ম্যাচে তেমন পাত্তা পায়নি জিম্বাবুয়ে। এগিয়ে যাওয়ার অভিযানে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে মাঠে নামবে বাংলাদেশ।

- Advertisement -islamibank

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ম্যাচের ৯টিই জিতেছে বাংলাদেশ। জয়ের সংখ্যা দুই অঙ্কে উন্নীত করার সুযোগ এবার নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাসদের সামনে।

প্রথম ম্যাচে বাংলাদেশের দারুণ বোলিংয়ের পাশাপাশি স্বাগতিকদের পক্ষে কাজ করেছে জিম্বাবুয়ের বাজে ব্যাটিং। তা সামলে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করবে সফরকারীরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM