বেশি দামে পেঁয়াজ বিক্রি করে জরিমানা গুনল আনোয়ারার ৬ ব্যবসায়ি

চট্টগ্রামের আনোয়ারায় সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬ ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমহনী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন।

- Advertisement -google news follower

তিনি জানান, উপজেলার কিছু সাধারণ ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে চাতরী চৌমহনী বাজারে ব্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের ধার্যকৃত মূল্যে পেঁয়াজ বিক্রি না করে তার চেয়ে আরও ১২০ টাকা বেশি দামে বিক্রি করছে কিছু দোকানি।

- Advertisement -islamibank

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ ব্যবসায়িকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলেন এই কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM