মিরসরাইয়ে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

চট্টগ্রামের মিরসরাইয়ে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাময়িক ট্রেন চলাচল বিঘ্নিত হলেও ডাউন লেইনে ট্রেইন চলাচল স্বাভাবিক রয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় মিরসরাই উপজেলার নিজামপুর পুরাতন রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রবিবার দুপুরে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা চারটি চাকা রেললাইন থেকে সটকে লাইনচ্যুত হয়ে পড়ে।
সীতাকুন্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমজাদ হোসেন বলেন, মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করছে।
কুমিল্লা জেলার লাকসাম হতে রিলিপ ট্রেন এসে মালবাহী রেলগাড়ীর চাকা উদ্বার কাজ চালিয়ে যাচ্ছে।

 

- Advertisement -

জেএন/এইউ/পিআর 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM