এবার দেশের সব ইউএনওকে বদলির নির্দেশ

দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনও বর্তমান কর্মস্থলে এক বছর চাকরিকাল শেষ করেছেন তাদের বদলির প্রস্তাব পাঁচ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে পাঠানো বাংলাদেশ নির্বাচন কমিশনের অতি জরুরি এক চিঠিতে এ খবর জানা গেছে।

- Advertisement -google news follower

ইসির উপ সচিব মিজানুর রহমানের সই করা ওই চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

একই সঙ্গে বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সেদিন জানানো হয়, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি। প্রায় ৪২ হাজার ভোট কেন্দ্রে দুই লাখ ৬২ হাজার বুথে ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর আন্দোৎসবে স্বাগত জানায় ক্ষমতাসীনরা। ওই দিনই তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি। তাদের দাবি, দেশের জনগণ ও আন্তর্জাতিক অঙ্গনের দাবি উপেক্ষা করে তফসিল ঘোষণা তামাশা মাত্র।

তবে ইসি জানায়, বিএনপির যদি ভোটের আসার ইচ্ছে থাকে, তবে তাদের সুবিধার্থে এখনও তফসিল পরিবর্তনের সুযোগ আছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM