ডেঙ্গুতে আরও ছয় মৃত্যু, আক্রান্ত ৪৬৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৬২৮ জনে।

- Advertisement -

এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন। শুক্রবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -google news follower

অধিদপ্তরটি জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৮ জন ও ঢাকার বাইরের ৩৩০ জন। মৃতদের মধ্যে চার জন ঢাকার, দুই জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের এক জানুয়ারি থেকে এক ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ১২ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৯৭৪ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ ৪ হাজার ৩৮৫ জন।

- Advertisement -islamibank

বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৮৮৮ এবং ঢাকার বাইরের দুই হাজার ৪৭০ জন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ সাত হাজার ৩৭৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ছয় হাজার ১৪৫ জন এবং ঢাকার বাইরের দুই লাখ এক হাজার ২২৮ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৮ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৩৫৮ জন। ভর্তির হার এক শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM