তেজগাঁও দলীয় কার্যালয়ে আ’ লীগের মনোনয়ন বোর্ড সভা শুরু

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা।

- Advertisement -

বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ শুরু হয় এই সভা। আজ তিনটি জেলার মনোনয়ন চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে তিনদিন ব্যাপী চলবে এই সভা। এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে আওয়ামী লীগ।

এই তিনদিনের সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল ঘোষণার পরই দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ। চারদিন ধরে চলা মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম শেষ হয়েছে মঙ্গলবার।

৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ৩৬২টি।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM