সবজিতে সুবাতাস, মাছ-মুরগিতেও

শীতের সবজিতে জমজমাট নগরের প্রতিটি কাঁচবাজার। এর সুফল পেতে শুরু করেছেন ক্রেতারা। ব্রয়লার মুরগির দামও হাতের নাগালে। আবার যোগান বাড়ায় কমেছে মাছের দাম।

- Advertisement -

নগরের কাজীর দেউড়ি বাজার ঘুরে দেখা যায়, সীতাকুণ্ড, দোহাজারী ও বাঁশখালীর সবজিতে ভরপুর বাজারটি। তবে সবচেয়ে বেশি সবজি এসেছে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে।

- Advertisement -google news follower

এ বাজারে বাঁধাকপি প্রতি কেজি ৩৫ টাকা, ফুলকপি ৪০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন ৪০ টাকা এবং শিম ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা সবজি বিক্রেতা মো মায়নুল জয়নিউজকে জানান, সব আড়তে সবজির পাহাড় জমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে সবজি আসছে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, বেগুন আসছে। সবজির দাম কম হওয়ায় বিক্রিও হচ্ছে বেশ। ক্রেতারাও খুশি।

- Advertisement -islamibank

মো. মিজান নামে এক ক্রেতা জয়নিউজকে বলেন, আমার বাসা আসকার দীঘির পাড়। তাই সবসময় কাজীর দেউড়ি বাজার থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনি। কাঁচাবাজারও করি এখান থেকেই। বর্তমানে বাজারে প্রচুর শীতকালীন সবজি আছে। দামও নাগালে। মাছের বাজারও স্থিতিশীল। গত সপ্তাহে কমেছে ডিমের দামও। সবমিলিয়ে স্বস্তি পাচ্ছি।

এদিকে বাজারে আসা নতুন দেশি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। বরবটি প্রতি কেজি ৪০ টাকা , তিতকরলা ৪৫ টাকা, লাউ ৪০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা , শসা ৪০ টাকা , গাজর ৮০ টাকা, বড় আলু ৩০ টাকা, ছোট দেশি আলু ২৫ টাকা, মিষ্টিকুমড়া ৪৫ টাকা এবং পেঁপে ২০ টাকা। এছাড়া প্রতি কেজি ধনেপাতা  ৮০ টাকা এবং কাঁচামরিচ ৪০ টাকা। তবে বাজারভেদে এ দাম কম-বেশি।

এদিকে যোগান বাড়ায় বর্তমানে মাছের বাজারও স্থিতিশীল। মাছ বিক্রেতা মো. কাসেম জানান, সামুদ্রিক মাছের যোগান বেশি। দামও নাগালের মধ্যে।

সবজিতে সুবাতাস, মাছ-মুরগিতেও

অপর কয়েকজন মাছ বিক্রেতা জানান, সামুদ্রিক মাছের মধ্যে ইলিশ আকারভেদে কেজি ৬০০ থেকে ৯০০ টাকা, বড় লাক্ষ্যা ১ হাজার টাকা, কোরাল ৪৫০ টাকা এবং রূপচাঁদা আকার ভেদে ৪০০ থেকে ৮০০ টাকা।

এছাড়া রুই প্রতি কেজি ১৮০ থেকে ৩শ’ টাকা, কাতলা ২০০ থেকে ৪০০ টাকা এবং তেলাপিয়া ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও বইছে সুবাতাস। নগরের রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার সবখানেই ব্রয়লার মুরগির কেজি ১১০ থেকে ১২০ টাকা। এছাড়া সোনালি মুরগি ২২০ টাকা এবং দেশি মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের চেয়ে একটু কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির ডিমের ডজন এখন ৯০ টাকা।

এছাড়া গরুর মাংস ৫৮০ থেকে ৬০০ টাকা এবং খাসির মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM