মঞ্জু বড়ুয়ার মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি

নানা কর্মসূচিতে শুক্রবার (২৩ নভেম্বর) পালিত হয়েছে সমাজকর্মী মঞ্জু রানী বড়ুয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে । এ উপলক্ষে ফটিকছড়ির ফরাঙ্গীখিল গ্রামে বাৎসরিক অষ্টপরিস্কার ও সংঘদানের আয়োজন করা।

- Advertisement -

কোঠোরপাড় বৌদ্ধ ত্রিরত্নন্কুর বিহার অধ্যক্ষ ভদন্ত সুগতপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন গহিরা শান্তিময় বিহার অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাথেরো। প্রধান অতিথি ছিলেন আবদুল্লাপুর ধাতুচৈত্র্য বিহার অধ্যক্ষ ভদন্ত সুমনতিষ্য মহাথেরো।

- Advertisement -google news follower

বিশেষ অতিথি ছিলেন ফরাঙ্গীরখিল গৌতম মুণি বিহার অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ থেরো, আবদুল্লাপুর শাক্যমুণি বিহার অধ্যক্ষ ভদন্ত এম ধর্মবোধি ভিক্ষু ও লাটিছড়ি চুলামনি বিহার অধ্যক্ষ ভদন্ত অজিতাবংশ ভিক্ষু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মানিক বড়ুয়া, রতন বড়ুয়া, লায়ন নিপু কান্তি বড়ুয়া, মাস্টার দুলাল কান্তি বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান টুবুল বড়ুয়া ও প্রিয়তোষ বড়ুয়া।

- Advertisement -islamibank

উল্লেখ্য, মন্জু রানী বড়ুয়া ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জয়নিউজের স্টাফ ফটো জার্নালিস্ট বাচ্চু বড়ুয়ার মা।

জয়নিউজ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM