চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১১৩ জন হাসপাতালে ভর্তি

মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। তবেএসময়ে মধ্যে এ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৪৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২০৪ জন।

এছাড়া বাকি ২৬৫ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি রয়েছেন।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, জেলা এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন।

জেএন/আর এস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM