চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় এডিস মশাবাহি রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নগরী ও উপজেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩২ জন। তবে এ সময়ে ভাইরাসজনিত এ জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

- Advertisement -

আজ বুধবার (১১ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

- Advertisement -google news follower

প্রতিবেদনে বলা হয়, জেলায় বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।

হাসপাতালে ভর্তির সংখ্যা ১০ হাজার ৯৬২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৬৮১ জন। বাকি ২৮১ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

- Advertisement -islamibank

তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২১ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি রয়েছেন।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM