ডেঙ্গু: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩২

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৩২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মোট ৯ হাজার ৯শ ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হলেন।

- Advertisement -

আজ সোমবার (২ অক্টোবর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -google news follower

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৩২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৩৫ জন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ১৮৫ জন।

- Advertisement -islamibank

চট্টগ্রাম জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৯৩৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৫৯৯ জন। বছরের শুরু থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৫ জন মারা গেছেন।

জেএন/রাজীব

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM