অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি, ফিলিং স্টেশনকে জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করায় একটি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টায় পদুয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহ পেঠান ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন। সেইসঙ্গে টাকা পরিশোধ করার আগ পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ বলেন, অভিযোগ ছিল পদুয়া শাহ পেঠান ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে বিক্রি করা হচ্ছে। পরে অভিযান চালিয়ে অকটেন পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়া যায়।

‘এ অপরাধে শাহ পেঠান ফিলিং স্টেশন মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।’

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM