বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা

আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫ অক্টোবর ভারতে শুরু হবে এ বিশ্ব আসর।

- Advertisement -

আইসিসির এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিবে ১০টি দল। বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি দল দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশের।

- Advertisement -google news follower

তার আগে আজ শুক্রবার দুপুর আড়াইটায় গুয়াহাটি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ২ অক্টোবর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে।

বিশ্বকাপের আগে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচ ভারতের তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

- Advertisement -islamibank

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM