টস জিতে শ্রীলঙ্কাকে বোলিংয়ে পাঠাল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান বলছেন উইকেট দেখে তার মনে হয়েছে ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে প্রতিপক্ষকে বড় রানের চ্যালেঞ্জ দিতে চান তারা। টস হারলেও মন খারাপ নয় লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার। আগে বোলিংই নিতে চেয়েছিলেন তিনি। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের।

- Advertisement -

অসুস্থতায় লিটন দাস ছিটকে পড়ায় তানজিদের ওয়ানডে অভিষেক অনেকটা নিশ্চিতই ছিল, সেটাই হয়েছ। বাংলাদেশের ১৪৩তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ক্যাপ পেয়েছেন ২২ পেরুনো বাঁহাতি তরুণ।

- Advertisement -google news follower

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM