সীতাকুণ্ডে অগ্নিদ্বগ্ধ হওয়ার ৯দিন পর যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ হওয়ার ৯দিন প্রাণপণ যুদ্ধের অবসান ঘটিয়ে পরপারে চলে গেলেন যুবলীগ নেতা আবু তাহের (৪৬) ।

- Advertisement -

গতকাল (২৩ আগষ্ট) বুধবার ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

- Advertisement -google news follower

আবু তাহের উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের মরহুম আখেরুজ্জামানের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।

সূত্রে জানা গেছে, গত ১৫ আগষ্ট বিকালে উপজেলার দক্ষিণ শীতলপুর চৌধুরী মার্কেটে আবু তাহেরের গ্যাস সিলিন্ডার গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। তবে তিনি ঘটনার সময় বাইরে ছিলেন।

- Advertisement -islamibank

কিন্তু ভেতরে থাকা দুই শ্রমিক চিৎকার শুরু করে। তখন আবু তাহের তাদেরকে বাঁচাতে গিয়ে সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে তিনিও অগ্নিদ্বগ্ধ হন।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আবু হাতের অগ্নিদ্বগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM