চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বেশ কিছু স্থানে তলিয়ে গেছে। এতে ওই মহাসড়কে আজ মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

- Advertisement -

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীরহাট, চন্দনাইশ ও দোহাজারীর এলাকার মহাসড়ক তলিয়ে গেছে। এসব সড়কের কোথাও কোথাও তিন থেকে চার ফুট পানিতে ডুবে গেছে। এ কারণে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

- Advertisement -google news follower

চন্দনাইশের হাসিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক বলেন, পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসহ আমাদের ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত বলেন, অতিবৃষ্টিতে মহাসড়ক কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। সকাল থেকেই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। কার্যত পুরো এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

- Advertisement -islamibank

কেরানীরহাট এলাকার ট্রাফিক পরিদর্শক জিল্লুর রহিম বলেন, কেরানীরহাট এলাকায় সড়কে কোমরসমান পানি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM