চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি ওমর হাজ্জাজ

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ২০২৩-২০২৫ মেয়াদে নতুন সভাপতি র্নির্বাচিত হয়েছেন ওমর হাজ্জাজ।

- Advertisement -

একইসঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরফদার রুহুল আমীন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট হয়েছেন রাইসা মাহবুব।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বারের বোর্ড অব ডাইরেক্টর্স এর সভায় নবনির্বাচিত পরিচালকদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।

বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষে আগামী ৩০ সেপ্টেম্বর এই নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে।

- Advertisement -islamibank

সভায় চেম্বারের নবনির্বাচিত পরিচালকদের পাশাপাশি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, সদস মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল উপস্থিত ছিলেন।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেটের স্বত্ত্বাধিকারী একেএম আক্তার হোসেন, এএস শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জেএন শিপিং লাইন্সের স্বত্ত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান টুটুল, হোসেন ফিশারিজের স্বত্ত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী নিশান, আরএম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো. আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা কর্পোরেশনের স্বত্ত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরসের স্বত্ত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেটের স্বত্ত্বাধিকারী মো. রেজাউল করিম আজাদ, এফএ ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেলের স্বত্ত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী মো. সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশন্স’র স্বত্ত্বাধিকারী ওমর মুক্তাদির।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM