তারেক-জোবাইদার রায়ের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: তথ্যমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

- Advertisement -

তিনি বলেন, ‘এই রায়ের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সরকার এটা করতে চাইলে আরও আগেই করতে পারতো।তাহলে তো ১৪ বছর সময় লাগতো না। এই মামলা বিএনপির পছন্দের তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. হাছান বলেন, ‘তারেক রহমান ও জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার।

- Advertisement -islamibank

তিনি বলেন, ‘তারেক রহমানের কোনো বক্তব্য টিভিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার না করার জন্য আগে থেকেই হাইকোর্টের একটি রায় ছিল।

এরপরও ভুল করে অনেকে প্রচার করতো। সে জন্য হাইকোর্ট আবারও একটি রায় দিয়ে তা মনে করিয়ে দিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘রংপুরের সমাবেশে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি প্রমাণ করে, দেশের মানুষ শেখ হাসিনাকে কতটা ভালোবাসে।

আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারকে মানুষ চায়, সেটাও গতকালকের সমাবেশ থেকেই মানুষের উৎসাহে প্রমাণিত হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM