বন্যায় ডুবল ৪শ গাড়ি

ছাদ পর্যন্ত ডুবে আছে ৪০০-র বেশি গাড়ি! ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি অংশ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও৷

- Advertisement -

হিন্দোন নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে৷ গ্রেটার নয়ডার সুথিয়ানা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷

- Advertisement -google news follower

ভয়ঙ্কর ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সারি সারি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে৷ এক গলা পানিতে ডুবে৷ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার দুপুর ৩টার পর হিন্দোন নদীতে পানির স্তর আচমকাই হু হু করে বেড়ে যায়৷

পরই ওই চত্বর ভেসে যায় নদীর পানি৷ এখানেই রাখা ছিল অসংখ্য গাড়ি৷ বীমার টাকা না মেটানোর জন্য গাড়িগুলো আটক করে রাখা হয়েছিল৷শুধু গাড়িগুলোই নয়৷

- Advertisement -islamibank

যমুনার শাখানদী হিন্দোনের কাছাকাছি থাকা নিচু অংশের বহু গ্রামও ভেসে গেছে৷ বাসিন্দাদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে৷

মঙ্গলবার নয়ডাসহ দিল্লির অন্যান্য অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে৷ যমুনানদীর পানির স্তরও ২০৫.৩৩ মিটারের সামান্য বেশি বিপৎসীমার উপর দিয়ে বইছে৷ দুপুরে পানির স্তর ছিল ২০৫.৪ মিটার৷

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে দিল্লিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির আশঙ্কা নেই৷ তবে দিল্লির বাতাসে বেশি আর্দ্রতা এবং বেশি তাপমাত্রার পূর্বাভাস রয়েছে৷ তবে দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷

মহারাষ্ট্র, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ পাশাপাশি সৌরাষ্ট্র-কচ্ছ অংশ, মধ্য মহারাষ্ট্র, গোয়া এবং উপকূলীয় কর্নাটকেও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে৷

তবে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় গুজরাতের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷
সূত্র : নিউজ ১৮

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM