চট্টগ্রামে তিন কাঁচামরিচের দোকানকে জরিমানা

চট্টগ্রামে মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে কাঁচামরিচ বিক্রির তিনটি দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

- Advertisement -

আজ সোমবার (৩ জুলাই) সকালে নগরীর রিয়াজউদ্দীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

- Advertisement -google news follower

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এবং সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

তারা বলেন, মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে রিয়াজউদ্দীন বাজারে কাঁচামরিচ বিক্রয়কারী প্রণব ট্রেডার্সকে ২ হাজার টাকা, রিয়াজ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও মেসার্স আনছার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পাহাড়তলীর সরাইপাড়ায় রূপসা ফুডকে মেয়াদোত্তীর্ণ কেক সংরক্ষণের দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM