ইপিজেডে কিশোরগ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত এক, আহত এক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মেহেদী হাসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক তরুণ। তার নাম মো. রিফাত (১৯)। তার অবস্থায়ও আশঙ্কাজনক।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ মে) রাত পৌণে ৯ টার দিকে আকমল আলী পকেট গেইটমুখী রেলবিট সংলগ্ন রোডে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

নিহত মেহেদী হাসান ভোলার লালমোহন থানার গোরিন্দা বাজার এলাকার বাসিন্দা। আহত রিফাত ইপিজেড থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড পাড়ার মালুর বাড়ির মো. মিন্টুর ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ছুরিকাঘাতে আহত দুইজনকে হাসপাতালে আনা হলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

- Advertisement -islamibank

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ৪৭ মিনিটের দিকে আকমল আলী পকেট গেইট এলাকা থেকে রিকশায় চড়ে মূল সড়কের দিকে যাচ্ছিলো নিহত মেহেদী, আহত রিফাতসহ দুই তরুণ। ঠিক ওইসময় রেলবিট চার রাস্তার মোড়ের আগে মেসার্স আশা মনি এন্টারপ্রাইজ নামে একটি ফটোকপির দোকানের সামনে তাদের রিকশা থামায় কিশোর গ্যাং সদস্যরা। এরপর ওই দুই তরুণকে মারধর করে রিকশা থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এগিয়ে গেলে ছুরি ঘটনাস্থলে ফেলেই দৌঁড়ে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্যরা।

দুই পক্ষের মধ্যে একপক্ষের নিয়ন্ত্রণ করেন ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত। আরেকটি পক্ষ নিয়ন্ত্রণ করেন বন্দরটিলার নয়ারহাট এলাকার ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী নাঈমুল ইসলাম শুভ।

স্থানীয়দের মতে, নিহত মেহেদী হাসান এবং আহত রিফাত ইয়াছির আরাফাতের অধীনে রাজনীতিতে সক্রিয় ছিল এবং হামলাকারীরা শুভ’র গ্রুপের সদস্য।

ঘটনার বিষয়ে জানতে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইনকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM