পরীক্ষার হলে মোমবাতি নিয়ে আসার নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রাকৃ‌তিক দূ‌র্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতার কার‌ণে পরীক্ষার হ‌লে চার্জলাইট/মোমবাতি সা‌থে নি‌য়ে আস‌তে পরীক্ষার্থী‌দের নি‌র্দেশ দি‌য়ে‌ছে চট্টগ্রাম সরকারি কমার্স ক‌লেজ কর্তৃপক্ষ।

- Advertisement -

বুধবার (৮ মে) চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ অধ্যক্ষের কার্যালয় থে‌কে জারীকৃত অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ এর আহবায়ক ড. মোহাম্মদ তৌ‌হিদুল রহমা‌নের স্বাক্ষরিত এক বিজ্ঞ‌প্তি‌তে এ নির্দেশ দেওয়া হয়।

- Advertisement -google news follower

বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, প্রাকৃ‌তিক দূুর্যোগ বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্নতার কার‌ণে সাম‌য়িকভা‌বে পরীক্ষার হ‌লে আ‌লোর স্বল্পতা হ‌তে পা‌রে। সেজন্য পরীক্ষার্থী‌দের‌কে ছোট চার্জলাইট/মোমবা‌তি সা‌থে রাখার জন্য নি‌র্দেশক্রমে পরামর্শ দেওয়া যা‌চ্ছে।

জানা যায়, সাম‌নে চট্টগ্রাম সরকারি কমার্স ক‌লে‌জের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২২ অনু‌ষ্ঠিত হওয়া কথা র‌য়ে‌ছে। ২০২২ সা‌লের অনার্স ৩য় বর্ষের পরীক্ষার্থী‌দের উ‌দ্দে‌শ্যে বিজ্ঞ‌প্তি‌টি জারী ক‌রে ক‌লেজ কর্তৃপক্ষ।

- Advertisement -islamibank

এই বিষয়ে ক‌লে‌জের ভাইস প্রিন্সিপাল আলাউ‌দ্দিন আল আজাদ বৃহস্পতিবার রাতে ব‌লেন, ক‌য়েক‌দিন আ‌গে কাল‌বৈশাখী ঝড়ের সা‌থে বজ্রপা‌তের কার‌ণে বেশ কিছুক্ষণ বিদ্যুৎ না থাকায় সাম‌য়িক অসু‌বিধায় পড়‌তে হ‌য়ে‌ছিল। ঐ‌দিন কোনরকম চার্জলাইট/মোমবা‌তি দি‌য়ে চ‌লে। ত‌বে আমার বেকআপ আ‌ছে। এখন ‌তো প্রাকৃ‌তিক দূ‌র্যো‌গের সময় সেজন্য ভ‌বিষ্যৎ সতর্কতা স্বরুপ এই পদ‌ক্ষেপ। এইটা তেমন কিছু নয়।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM